টুম্পা’র পর কনফিউজড পিকচার(Confused picture) এর নতুন উপহার ‘লালু’-
বাংলায় প্রথম ইউটিউব স্টার আইকন ‘The Bong Guy’ কিরণ দত্ত র অভিনয় জীবনে সীলমোহর দেওয়া হাতেখড়ি ঘটতে চলেছে কনফিউজড পিকচার (Confused picture) এর নতুন ওয়েব সিরিজ ‘Time Up’ এর সাথে। ‘Rest ইন প্রেম’ এর পর আবার একবার পরিচালনার দায়িত্বে অরিজিৎ সরকার। গত তিরিশে সেপ্টেম্বর ‘টাইম আপ’ এর টিজার মুক্তি পেয়েছে। কিরণ দত্তের সাথে অভিনয়ে এবারে রয়েছে সায়ন ও। ‘Rest in প্রেম’ এর সুপারহিট সিজনের পর, ‘বিরহী’ ও ইউটিউবে যথেষ্ট ভিউজ পেয়েছে ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তাই বলা যায় ইউটিউবে ইনডিপেনডেন্ট ওয়েব সিরিজ এখন মানুষের নজরে থাকছে। আগের বছর Rest in প্রেম এর প্রচারে তৈরি গান পশ্চিমবঙ্গে ঝড় তুলেছিল। বাচ্চা থেকে বয়স্ক সবার মুখে মুখে এই গানের লাইন ঘুরেছে। বর্তমানেই ইউটিউবে ‘টুম্পা’ র ইউটিউবে ভিউজ পনেরো কোটি, অর্থাৎ ১৫০ মিলিয়ন।

সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে কনফিউজড পিকচার(Confused picture) নতুন এক প্রমোশনাল গান নিয়ে হাজির। এবারে গানের নাম ‘লালু’। গানের মধ্যে ভোজপুরি চটকদার গানের ফ্লেভর রাখা হয়েছে। তাই গানের গলা, গানের কথা, সাউন্ড মিক্সিং, সমস্ত তেই ভোজপুরি ছোঁয়া আছে। এই পোস্ট লেখার সময় ইউটিউবে ‘লালু’ র ভিউজ হয়েছে বারো ঘণ্টায় প্রায় ১.২ লাখ। আগের সুপারহিট সমীকরণ কে প্রায় এক রাখা হয়েছে, প্রত্যাশিত ফলাফল আনার জন্য। এবার দেখা যাক ‘টুম্পা’ র মতোই ‘লালু’ বঙ্গদর্শকের মধ্যে কাঁপন ধরাতে পারে কিনা।