‘Danny Detective Inc’- Klikk
‘মার্ডার ইন দা হিলস’ এর পর পরিচালক Anjan Dutta আবার ফিরে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। এবার মধ্যমণি এক নতুন গোয়েন্দা সুব্রত। তবে ঠিক, সুব্রত নিজে ডিটেকটিভ নয় বরং একজন প্রাইভেট ডিটেকটিভ এর অ্যাসিস্ট্যান্ট বিশেষ। ড্যানি এক প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি চালায়, এক কিডন্যাপিং এর এক্সটরশন এর সময়ে ক্ষণিকের ভুলে মারা গেলেন ড্যানি। সুব্রত হয়ে পড়ল একা, অসহায়। সুব্রত কি পারবে ড্যানি র খুনিদের শায়েস্তা করতে, কেস সমাধান করতে? সবচেয়ে বড় কথা সুব্রত কি ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’ চালিয়ে যাবে ড্যানির অবর্তমানে? নাকি অন্য চাকরি খুঁজবে?

সমস্ত উত্তর পাওয়া যাবে পরের মাস অর্থাৎ নভেম্বরে। Klikk এর জন্য এই সিরিজ এখনো পর্যন্ত সবথেকে বড় বাজি, এবং এর মত অখ্যাতনামা প্ল্যাটফর্মের দিকে বেশ খানিকটা স্পটলাইট এনে দিতে সক্ষম। নামভূমিকায় অর্থাৎ ড্যানির চরিত্রে স্বয়ং Anjan Dutta। সুব্রতর ভূমিকায় সুপ্রভাত দাস। অন্যান্য চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী, সমদর্শী দত্ত, বরুণ চন্দ ও আরো অনেকে। সঙ্গীত পরিচালনায় নীল দত্ত। গত মাসে Klikk এ আসা সমদর্শী দত্ত এর পরিচালনায় ‘গাঙ্গুলিস ওয়েড গুহস’ কিন্তু বেশ উপভোগ্য ছিল। আশা করা যায় Klikk এই নতুন সিরিজের মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মে কন্টেন্টের মান ভালো রাখার লক্ষ্যে আরো কিছুদূর এগোবে।