বিরহী(Birohi) এপিসোড 2 :
গত কাল, শুক্রবার এসেছে উরিবাবা ইউটিউব চ্যানেলে প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ বিরহীর(Birohi) দ্বিতীয় এপিসোড। 19 মিনিটের এই এপিসোডে মন ভরল না দর্শকের। প্রথম এপিসোড এক লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন, আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থেকেছে পুরো এক সপ্তাহ।
কৃষ্নর স্কুলে পৌঁছানোর পর থেকে এই “ডেনজারাস গ্রাম” সম্পর্কে তার কি কি অভিজ্ঞতা হল সেই নিয়ে তৈরি পুরো সিরিজ ।স্কুলে কেউ আসে না, সবাই বোমা বাঁধতে যায়। স্কুলের টিআইসি কৃষ্ণকে নিয়ে গ্রাম দেখাতে বেরোয়। স্কুলের জমাদার কেমন, বা গ্রামের মানুষ কেমন এই নিয়ে বেশ উপভোগ্য এই সিরিজ।

পুরো পর্বে একটা কমিক টোন আছে, জমাদারের কৃষ্ণকে বাবা ফাটানোর জন্য দায়ী মনে হওয়া, পরে পেয়ারা দিয়ে ক্ষমা চাওয়া। গ্রামের মানুষের সরল ভাষা, গালিগালাজ, বিভিন্ন ব্যাপারে নিজেদের মতো করে ধারণা দারুণ ভাবে তুলে ধরেছেন ডিরেক্টর প্রদীপ্ত ভট্টাচার্য।
আগের পর্বের মতো এখানেও অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই, সবাই খুব সাধারণ ও স্বাভাবিকভাবে নিজেদের ফুটিয়ে তুলেছেন। পর্ব শেষে পাওনা হল “হাওয়া খারাপ” গানটি। যা প্রথম থেকে শেষ অবধি পুরো পর্বের হাওয়ার কথা।
আপাতত দেখতে থাকুন বিরহী।