বনি(Boni) – Surinder Films :
আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা কি সহজাত বুদ্ধির থেকেও বেশি উপযুক্ত? মানুষকে বদলে দিতে পারে অর্ধেক যন্ত্র, অর্ধেক প্রাণের সুপারহিরোতে? পরমব্রতর পরিচালিত সুরিন্দর ফিল্মসের প্রযোজিত নতুন সিনেমা বনি এই জটিল প্রশ্ন গুলো আমাদের সামনে রাখছে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস বনি(Boni) থেকে অধারিত এই ছবি একবিংশ শতাব্দীর মুখ্য আলোচ্য বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আশ্রয় করে রয়েছে সর্বত্র। মুখ্য ভূমিকায় রয়েছে পরমব্রত স্বয়ং, কোয়েল মল্লিক ও অঞ্জন দত্ত।

গল্প ঘিরে ওঠে এক প্রবাসী বাঙালী দম্পতিকে ঘিরে, যাদের সদ্যজাত শিশু, এক দুর্ঘটনার কবলে পড়ে শারীরিক ভাবে অবশ হয়ে পড়ে, কিন্তু এর পর থেকে তাদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, জড়িয়ে পড়ে বিশ্বখ্যাত বিজ্ঞানী, আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেট, আর অদ্ভুত ঘটনা যার বাস্তব জীবনে ব্যাখ্যা পাওয়া মুশকিল।

তাদের ছোট্ট শিশু কি কোনো অ্যান্ড্রয়েড সাইবর্গ? যে মানবিক ইমোশন, বুদ্ধিমত্তা কে ছাড়িয়ে গিয়েছে, জটিল অমানবিক চক্রান্তে? জানা যাবে দশে ই অক্টোবর, মুক্তি পাচ্ছে সিনেমা পর্দায় (Boni)।