দেব(Dev)-প্রসেনজিৎ(prasenjit)-
মহালয়ার দিনে ইন্ডাস্ট্রিতে বিরাট চমক। তৃতীয় বারের জন্য এক সিনেমায় কাজ করতে চলেছেন দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজক দেবের নতুন কাজ “কাছের মানুষ” এর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন বাংলার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুপার স্টার দেব।
পথিকৃত বসুর পরিচালনায় আসছে “কাছের মানুষ”, যেখানে পোস্টারে দেখা যাচ্ছে রেল লাইনে মুখোমুখি বসে আছে দুই অভিনেতা আর ট্রেন আসছে ওই লাইনেই।এর আগে পরিচালক সৃজিত মুখার্জীর জুলফিকার ছবিতে এক সাথে দেখা গেছে দুই অভিনেতাকে, তবে multistarer ছবিতে আলাদা করে কেমিস্ট্রি বোঝা যায় না।
দেবের প্রযোজনায় ককপিট ছবিতে দেবের বাবার ভূমিকায় দেখা গেছে কিন্তু একসাথে স্ক্রিনে দেখা যায়নি।
মহালয়াতে চমকের পর চমক আসছে রুপোলী জগৎ থেকে, খবর পেতে এবং রিভিউ পড়তে সঙ্গে থাকুন Meet Your Opinion এর।শুভ মহালয়া।