একেনবাবু(Ekenbabu) 5 ট্রেলার রিভিউ-
চার চারখানা সফল সিজনের পর আবার একবার পর্দায় হাজির একেন্দ্র সেন। ওই হিট হয়েই করেছেন বিড়ম্বনা। প্রতি বছর বছর ফিরে আসতেই হয়। তবে মূল সমস্যা হয়েছে লেখক সুজন দাশগুপ্ত গোয়েন্দা চরিত্রটিকে নিয়ে সবসুদ্ধ নয়টি গল্প লিখেছেন। তাই বছরে দুবার করে গল্প আনা সম্ভবপর নয়। তাই বছরের ঠিক এই নির্দিষ্ট সময়ে একেন বাবু(Ekenbabu) আসছেন। এবারেও তার অন্যথা হয়নি। এবারে ‘শান্তিনিকেতনে অশান্তি’ গল্প অবলম্বনে এই সিজন তৈরি হয়েছে।

বিভিন্ন চরিত্রে, অন্যবারের মত এবারেও নামভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, লেখক ও প্রফেসর বাপ্পাদিত্যর চরিত্রে সৌম্য ব্যানার্জী। এবারের নতুনত্ব, ঘটনা ঘটছে শান্তিনিকেতনে। নতুন জায়গা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আর তার মাঝে রহস্য উন্মোচন। দুর্গাপুজোয় যারা ঘরেই থাকার পরিকল্পনা করেছেন তাদের জন্য হইচই এর বিশেষ উপহার। ৮ই অক্টোবর হইচই তে মুক্তি পাচ্ছে একেন বাবু ৫।