‘Flatmate’-
একজন সাকসেসফুল ওয়েডিং প্ল্যানার, একজন স্ট্রাগলিং স্ট্যান্ড আপ কমেডিয়ান; এক বাড়িতে ভাড়ায় থাকাটা সম্ভব? এক ছাদের তলায় থাকলেই কি প্রেম হতে বাধ্য? আপাতত তুমি বা আমি নিজেদের জীবনে কোনোদিন এই অবস্থার মুখোমুখি হলে কী করতাম, তাই জানতে Addatimes এর নতুন ট্রেলার ‘Flatmate’। Addatimes কিন্তু এর আগেও এই বিষয় নিয়ে সিরিজ বানিয়েছে, এবং স্লাইস অফ লাইফ ঘরানায় নতুন সিরিজ বানানোয় Addatimes কে এখন বিশারদ বলা চলে। ট্রেলারে নায়ককে কিন্তু বার বার সমকালীন রাজনৈতিক ঘটনাবলীর ওপর সরাসরি আঘাত হানতে দেখা যাচ্ছে। সেদিক থেকে এই সিরিজকে একটু অতিরিক্ত রাজনৈতিক ভাবে প্রভাবিত বলে মনে হয়।
মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রমন চ্যাটার্জি ও ঐশ্বর্য সেন। ঐশ্বর্যকে খুব মিষ্টি লাগছে দেখতে, সদ্য যুবকরা কিন্তু প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ঐশ্বর্য কে ‘উৎসব’ এ দেখা থাকলেও, শ্রমন চ্যাটার্জী একেবারেই নতুন মুখ। আর প্রথম থেকেই এই ওয়েব সিরিজ কে বলা হচ্ছিল যে বাংলাতে প্রথম প্রজেক্ট যেখানে স্ট্যান্ড আপ কমেডি একটা মুখ্য ভূমিকা পালন করবে, সেখানে ট্রেলারে শুনতে পাওয়া দুটো জোক একেবারেই হাসি ফোটাতে পারেনি। আশা করি সিরিজটি দেখে ‘বাচ্চা শ্বশুর’ এর মত অভিজ্ঞতা হবে না! প্রায় সমস্ত এলিমেন্ট উপস্থিত এই গল্পে। আপাতত ৩০শে জুলাই Addatimes এ রিলিজ করছে ‘Flatmates’