gangulys-wed-guhas-klikk-web-series-myo
gangulys-wed-guhas-klikk-web-series-myo

Gangulys Wed Guhas- Streaming in KLIKK

আসলে বাঙালি বিয়ে মানে কি শুধুই দুটি মানুষের বিয়ে? অনেক বাঙালি কিন্তু এখনও বিয়ে মানে বোঝে 2 টি পরিবারের মিলন। এখনো এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাঙালি অনেক পরিবারেই এখনো শুধু পাত্র পাত্রীর পছন্দে বিয়ে হয় না। তাই সব ঠিক থাকলেও লাভ ম্যারেজে পরিবারের এখনও ম্যালেরিয়া।

নীলমনি মিত্র লেনের গাঙ্গুলি পরিবার ও বালিগঞ্জের গুহ পরিবারের(Gangulys Wed Guhas) বিয়ে। সেই কলেজ জীবন থেকে প্রেম প্রণয়-মধুরার। কিন্তু প্রেম কি পরিবার এত সহজে মেনে নেয়? বাঙালিয়ানা বা বলা ভালো সাবেকি  একটা সিরিজ নিয়ে এসেছেন পরিচালক সমদর্শী দত্ত। বিয়ে কিন্তু হচ্ছে একদম ডেস্টিনেশন ম্যারেজ, স্থান সাজানো ক্রুজ্ না হলেও ওই নীলমনি মিত্র লেনের গাঙ্গুলি বাড়িতেই হচ্ছে। যা পুরোনো, বিয়ে বাড়ির ঝলক কম, মশার উপদ্রব প্রচুর তবুও দুই পরিবার(Gangulys Wed Guhas) একসাথে অনুষ্ঠান চলছে।

সিরিজের প্রথমেই সব্বাই নিজের নিজের মতো করে বিয়ের সংজ্ঞা দিয়েছে কারোর কাছে বিয়ে মানেই দুই পরিবারের মিলন, আবার কারোর কাছে ব্যাপারটা খুব ক্লিশে, কারোর কাছে টক ঝাল মিষ্টি, কারোর কাছে খুবই তেতো, কেউ নস্টালজিক, কেউ ভাবে অভিশাপ, কারোর কাছে জেনে বুঝে হাঁড়ি কাঠে পা দেওয়া, কারোর কাছে উৎসব, কারোর কাছে রোজকার জীবনে একটু বদল।

বিয়ের বিভিন্ন রকম স্তর নিয়ে কথা হচ্ছে, কোনো সম্পর্ক গড়তে চলেছে, অনেক বছরের পুরোনো সুখী দম্পতি, কেউ কম্প্রোমাইস করে চলেছে, কিছু নতুন প্রেম শুরু, কিছু পুরোনো নস্টালজিয়া ফিরে পাওয়া, হৈ হুল্লোড়। দুই পরিবারের কালচারের মিল-অমিল সব মিলিয়ে একটা রংচঙে সিরিজ। একটা প্রশ্ন থেকেই যায় শেষে ঠিক কি দরকার একটা ভালো সম্পর্কের জন্য? ভালোবাসা নাকি কম্প্রোমাইজ নাকি বাইরের কোনো ইনফ্লুয়েন্স?

Gangulys Wed Guhas
Gangulys wed Guhas

সিরিজের বাজেট প্রবলেমটাকে পরিবারের সামর্থ্য হিসেবে ব্যবহার করেছেন পরিচালক সমদর্শী দত্ত। এটাই পরিচালক হিসেবে তাঁর ডেবিউ কাজ, যা KLIKK এর অ্যাপে দেখা যাবে। সিরিজে রয়েছে প্রচুর পরিচিত অভিনেতা অভিনেত্রী। সাত পর্বের ‘Gangulys wed Guhas’ ওয়েব সিরিজে প্রধান চরিত্র অমৃতা-সমদর্শী ছাড়াও থাকছেন সুদীপা বসু, শুভ্রজিৎ দত্ত, সৌম্য সেনগুপ্ত, রানা বসু ঠাকুর, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কৌশিকী গুহ, সৌম্য বন্দ্যোপাধ্যায় , এবং ঈপ্সিতা। KLIKK এর ‘Gangulys wed Guhas’ ওয়েব সিরিজে দেখা মিলবে অদ্রিজা মজুমদার, উদয় শঙ্কর পাল,শ্রেয়া ভট্টাচার্য্য, রোমি চৌধুরী, জয়তী চক্রবর্তী, দেবরাজ ভট্টাচার্য, সায়ন ভট্টাচার্য, অনিরুদ্ধ গুপ্ত, অরিজিতা মুখোপাধ্যায়  এবং কৌশিক শীল প্রমুখরা।

ক্যামেরা ও এডিটিং এর কাজ ভালো, সিরিজের মধ্যে একটা প্রাণ আছে, নতুন-পুরোনোর একটা সংঘাত আছে। কালার গ্রেডিং আরো ভালো হতে পারতো। কিছু অভিনেতার অভিনয় একটু ওভার-এক্টিং মনে হতে পারে।

Klikk

খুন-গোয়েন্দা-রহস্য-যৌনতার বাইরে বেরিয়ে একটি সিরিজ যা হালকা আমেজে উপভোগ করার মতো। KLIKK এ গতকাল এসেছে ‘Gangulys wed Guhas‘, বৃষ্টির আবহাওয়ায় দেখে নিন মিষ্টি একটা সিরিজ।

Follow us on FacebookTwitter

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here