গোলন্দাজ(Golondaaj) Trailer Review:
একটা উত্তেজনা তো ছিলই। ‘আমাজন অভিযান’ এর দু বছর পর দেব আবার SVF এর সাথে জুটি বেঁধে, মানে ফের বড়ো কিছু দেখতে পাবই। তার ওপর সোনাদা সিরিজ খ্যাত পরিচালক ধ্রুব ব্যানার্জী, যিনি শেষ দুই সিনেমায় ইতিহাস ও অ্যাডভেঞ্চার এর ককটেল আমাদের সার্ভ করেছেন। এছাড়া শেষ পাতে বিস্মৃত গৌরবময় ইতিহাস আর ফুটবল। তাই ভারতীয় ফুটবল এর জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনে আধারিত ‘গোলন্দাজ’ এর প্রথম টিজার মনে উত্তেজনা তৈরী করে বইকি। সময়কাল দেখানো হচ্ছে ১৮৮৯। অর্থাৎ ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের পূর্বলগ্ন। এমন সময়ে কিভাবে কিশোর নগেন্দ্র উৎসাহচ্ছলে একটি খেলা শুরু করে ও ধীরে ধীরে সমস্ত বেড়াজাল ভেঙে ইতিহাসে তার ছাপ ছেড়ে যায় তার গল্প।
যেভাবে ‘Dubte Ko Tinke Ka Sahara Kaafi Hain’, একইরকমভাবে অনির্বাণ ভট্টাচার্য্য তে ডুবে থাকা আমাদের মত ভক্তদের কাছে অনির্বাণ এর এক ঝলক ই যথেষ্ট। সম্ভবত এখানে স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় রয়েছেন। এর সাথে আমরা এক ঝলক দেখতে পাই ইশা সাহা কে। ওনার চরিত্র সম্বন্ধে আরো বিষদে আমরা পরের দিকে ট্রেলার এ দেখতে পাবো। ‘গোলন্দাজ’ বাঙালী সিনে ভক্ত দের জন্য এই মুহূর্তে খুব স্পেশাল। কারণ প্রায় দেড় বছর পরে আমরা কোনো একটা বড়ো উপলক্ষ্য পেয়েছি যাতে ঘুরে সিনেমাকে সেলিব্রেট করতে পারবো। আর এই সিনেমার ধরন বলছে, এ কমার্শিয়াল আর অন্য ধারা দুই এর মিলন ঘটাবে! আপাতত অব্যর্থ নিশানা দাগতে সিনেমাপ্রেমী রা আশায় বুক বাঁধছে। গোলন্দাজ মুক্তি পাবে এই বছর পুজোয়।

যেভাবে ‘Dubte Ko Tinke Ka Sahara Kaafi Hain’, একইরকমভাবে অনির্বাণ ভট্টাচার্য্য তে ডুবে থাকা আমাদের মত ভক্তদের কাছে অনির্বাণ এর এক ঝলক ই যথেষ্ট। সম্ভবত এখানে স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় রয়েছেন। এর সাথে আমরা এক ঝলক দেখতে পাই ইশা সাহা কে। ওনার চরিত্র সম্বন্ধে আরো বিষদে আমরা পরের দিকে ট্রেলার এ দেখতে পাবো। ‘গোলন্দাজ’ বাঙালী সিনে ভক্ত দের জন্য এই মুহূর্তে খুব স্পেশাল। কারণ প্রায় দেড় বছর পরে আমরা কোনো একটা বড়ো উপলক্ষ্য পেয়েছি যাতে ঘুরে সিনেমাকে সেলিব্রেট করতে পারবো। আর এই সিনেমার ধরন বলছে, এ কমার্শিয়াল আর অন্য ধারা দুই এর মিলন ঘটাবে! আপাতত অব্যর্থ নিশানা দাগতে সিনেমাপ্রেমী রা আশায় বুক বাঁধছে। গোলন্দাজ মুক্তি পাবে এই বছর পুজোয়।
[…] গোলন্দাজ: […]
[…] পেয়েছে পাঁচটি বাংলা ছবি। যার মধ্যে গোলন্দাজ অবশ্যই মানুষের প্রতিক্ষার পর এসেছে। […]