mandar-first-teaser-has-arrived-looks-gritty-as-well-as-spectacular-myo
mandar-first-teaser-has-arrived-looks-gritty-as-well-as-spectacular-myo

প্রকাশ্যে এলো মন্দারের(Mandar) টিজার-

মহালয়া তে মন্দারের(Mandar) টিজারের আবির্ভাব। কিন্তু নিশ্চিত পক্ষেই শুভভাবের আবির্ভাব হওয়া অসম্ভব। কারণ আপাত দৃষ্টিতে এই টিজার কিন্তু বেশ ডিস্টার্বিং। আর শেকসপিয়র রচিত ‘ম্যাকবেথ’ অবলম্বন করে যেকোনো সৃষ্টি বেশ জটিল, অন্ধকারপূর্ণ হবেই। তার আভাস অনেকদিন থেকেই পাওয়া যাচ্ছে। অনির্বাণ ভট্টাচার্যের এই নতুন ম্যাকবেথ ব্যাখ্যায় চিরাচরিতর গল্পের বাইরে কি নতুনত্ব দেখতে পাওয়া যাবে, তা এখনো খুব স্পষ্ট নয়।

Mandar

কিন্তু দুই মিনিটের এই টিজারে অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। সমুদ্রের ধারে খাঁড়ি অঞ্চলের সৌন্দর্য ক্যামেরায় অসাধারণ ধরা দিচ্ছে। এই নৈসর্গিক সৌন্দর্য্য, গল্পের অন্ধকার প্রকৃতির সাথে কেমন খাপ খাবে দেখা যাক।

সোহিনী সরকার ও দেবাশীষ মণ্ডলের ভয়ংকর রকমের রক্তাক্ত ফার্স্ট লুক দেখতে পাওয়া গেলো, এই ছোটো সময়ে। সম্ভবত কালী পুজোয় আসছে এই সিরিজ হইচই তে। আপাতত ট্রেলারের জন্য অপেক্ষা।

তবে একটা ছোট্ট ব্যাপার; মন্দার কে বারবার বলা হচ্ছে Hoichoi Classics, অর্থাৎ একটি সিরিজের অংশ বিশেষ। তার মানে কি বিশ্ব সাহিত্য অবলম্বনে আর অনেক ধরনের সিনেমা বা সিরিজ আমাদের সামনে আসতে পারে? দেখা যাক!

Follow us on FacebookTwitter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here