Murder In The Hills-Hoichoi:
অনেকদিন পর বোধ হয়, এরকম মাল্টিস্টারার কাস্ট এর ওয়েব সিরিজ আসছে হইচই(Hoichoi) তে। একটা ঝকঝকে, স্মার্ট উপস্থাপনা, আরো ঝকঝকে চরিত্রদের পরিস্থিতি। ‘Murder in the Hills’ এর দু মিনিট সাঁইতিরিশ সেকেন্ডের ট্রেলার দেখে দর্শকের প্রত্যাশা বেড়ে যাওয়া অবশ্যম্ভাবী। পুরো ট্রেলার টাতেই সেটিং টা কিছুটা পাশ্চাত্য ঘেঁষা, কোনো বিলেতি ক্রাইম থ্রিলার বইয়ের ছোঁয়া দেয়। আবার একাধিক চরিত্র এবং তাদের আলাদা আলাদা পেশা থেকে তাদের পরিচিতি যেনো আগাথা ক্রিস্টির উপন্যাসের ভাইব আনছে।
ট্রেলার এ উপস্থিত ছিলেন, অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বোস, রাজদীপ গুপ্ত, সন্দীপ্তা সেন, সুপ্রভাত দাস, সৌরভ চক্রবর্ত্তী, রজত গাঙ্গুলি এবং স্বয়ং পরিচালক অঞ্জন দত্ত। পাহাড়ের অচেনা পরিস্থিতিতে কুয়াশা ঢাকা বাতাসে খুনের একটা প্রেক্ষাপট আছেই, সেই সাথে অঞ্জন দত্তের থ্রিলার এর বিশেষত্ব, বিভিন্ন শেড এর চরিত্র, তাদের মধ্যেকার মানসিক টানাপোড়েন, বিভিন্ন গোপন ইতিহাস, অবৈধ সম্পর্ক, আর সবার মাঝে খুনীর তল্লাশ।

তবে এটা ব্যোমকেশ নয়, তাই কিছুটা অনুমান করা যায় এই সিনেমায় নায়ক বা নায়িকা, প্রকৃত অর্থে সকল দোষ মুক্ত হবে, তাদের জীবনের আলাদা অধ্যায়, আলাদা উদ্দেশ্য থাকবে না, এমনটা নয়। আপাতত অনেক দিন পর অঞ্জন দত্ত পরিচালনায় ফিরছেন, অঞ্জন বাবুর নিজের স্মার্টনেস তার প্রথম পরিচালিত ওয়েব সিরিজ এ কতটা ধরা দেয়, তাই দেখার। পরিচালক নিজে কিন্তু এ বিষয়ে আত্মবিশ্বাসী, দেখা যাক দর্শক ও অঞ্জন অনুরাগীরা যতটা উৎসাহিত, তাতে 23শে জুলাই ‘Murder in the Hills’ কতটা আমাদের বাংলা ওটিটি তে নতুন করে বিশ্বাস যোগায়।
[…] ‘মার্ডার ইন দা হিলস’ এর পর পরিচালক Anjan Dutta আবার ফিরে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। এবার মধ্যমণি এক নতুন গোয়েন্দা সুব্রত। তবে ঠিক, সুব্রত নিজে ডিটেকটিভ নয় বরং একজন প্রাইভেট ডিটেকটিভ এর অ্যাসিস্ট্যান্ট বিশেষ। ড্যানি এক প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সি চালায়, এক কিডন্যাপিং এর এক্সটরশন এর সময়ে ক্ষণিকের ভুলে মারা গেলেন ড্যানি। সুব্রত হয়ে পড়ল একা, অসহায়। সুব্রত কি পারবে ড্যানি র খুনিদের শায়েস্তা করতে, কেস সমাধান করতে? সবচেয়ে বড় কথা সুব্রত কি ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’ চালিয়ে যাবে ড্যানির অবর্তমানে? নাকি অন্য চাকরি খুঁজবে? […]