প্রকাশ্যে এলো ‘FIR’ এর টিজার –
অঙ্কুশ এবারে আসছেন পুলিশ অফিসারের ভূমিকায়। প্রকাশিত হয়েছে অঙ্কুশ ও ঋতাভরী চক্রবর্ত্তী অভিনীত সিনেমা ‘FIR’ এর ৪৯ সেকেন্ডের টিজার। ছোট্ট সময়ে দেখতে পাওয়া গেলো বনী দাশগুপ্ত, শান্তিলাল মুখার্জী, ও অনির্বাণ চক্রবর্তী কে।

অঙ্কুশের এই নতুন রাশভারী লুক কিন্তু বেশ মানাচ্ছে। সত্যি বলতে অঙ্কুশের খুব সিরিয়াস চরিত্র পর্দায় আগে কোনোদিন দেখা যায়নি। তাই এই ছবি জুড়ে প্রত্যাশা রয়েছে। আর পরিচালনার দায়িত্বে রয়েছে জয়দীপ মুখার্জী, যার আগে এসকে মুভিজ ব্যানারের তলায় উপভোগ করার মতো সিনেমা পেয়েছে দর্শক। এখন প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জী। সিনেমাটিকে আপাত দৃষ্টিতে ডার্ক কপ ড্রামা বলতে পারা যায়। ট্রেলার আসছে বাইশ তারিখে।