উত্তম কুমার(Uttam Kumar):
Back to back পুরষ্কারের মাঝেই সৃজিত মুখার্জীর পরবর্তী আবেদন “অতি উত্তম”। যেখানে তিনি cast করেফেলেছেন মহানায়ককেই! দীর্ঘ তিন বছরের research এর পর তৈরি এই সিনেমা বর্তমানে post-production এর কাজে ব্যস্ত। খবর শুনে রীতিমত উত্তেজিত উত্তম(Uttom Kumar) প্রেমীরা। নায়ক সিনেমার remake দিয়ে ডেবিউ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, আবারো tribute জানাচ্ছেন প্রিয় অভিনেতা উত্তম কুমার(Uttom Kumar) কে। তবে thriller বা historical নয় এবার আসছে প্রেমের সিনেমা, রীতিমত সৃজিতের জেনার পরিবর্তন!

তাঁর সিনেমায় প্রেম থাকেনা তা নয় কিন্তু প্রেম হল গিয়ে যাকে বলে subtheme, এবার বাঙালির প্রেম icon উত্তম কুমার(Uttam Kumar) কে সঙ্গে নিয়ে Romantic ছবি নিয়ে আসছেন সৃজিত। ডিরেক্টর যখন সৃজিত মুখার্জী প্রেমের উষ্ণতা যে ছড়াবেই তা বলাই বাহুল্য! গৌরব ছাড়াও আছে অনিন্দ্য সেনগুপ্ত, রশ্মি ভট্টাচার্য এবং আরো কিছু নতুন মুখ। সৃজিত বাবু কিভাবে vfx এর কাজ করিয়েছেন এবং কতোটা নৈপুন্যের সাথে তা দেখার অপেক্ষায় থাকছে বাঙালি।